আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি।
আজ দিনভর বৃষ্টিপাতের পূর্বাভাস। সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘূর্ণাবর্তের জেরে উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে উপকূলবর্তী এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলার কোথাও কোথাও তুলনামূলক বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। আজ বিকেলের দিকে কলকাতায় বৃষ্টি হতে পারে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সোমবার থেকেই পরিষ্কার হবে।
আরও পড়ুন: আজ পাঞ্জাবে ভোট, কোন দলের পাল্লা ভারী? নাকি ত্রিশঙ্কু?
এদিকে পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের জেরে বাড়ছে তাপমাত্রাও। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৯ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শীত বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। উল্লেখ্য, এদিনও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দু’ডিগ্রি বেড়েছে।