সম্পূর্ণা চক্রবর্তী: ইডেনের নিস্তব্ধতায় গর্জে উঠলেন বিরাট কোহলি।
দু'বছর তিন মাস আগে ক্রিকেটের নন্দনকাননেই বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষ শতরান করেছিলেন। তারপর থেকে মনে রাখার মতো কিছু করেননি কোহলি। কিন্তু রোহিতের প্রিয় মাঠেই প্রত্যাবর্তন হল প্রাক্তন অধিনায়কের। ১.৫ ওভারে আউট ঈশান কিষান। এদিন মাঠে নামার সময়ই বিরাটের শরীরীভাষায় অদ্ভূত আত্মবিশ্বাস চোখে পড়ল। মনেই হচ্ছিল আজকে হয়ত 'দ্য ডে।' বাইশ গজে নেমেই স্বমহিমায়। পরপর দুটো চোখধাঁধানো ড্রাইভ। বল ছুঁয়ে ফেলল বাউন্ডারি লাইন। মনোবল পেয়ে গেলেন বিরাট। ওপর প্রান্তে রোহিত তখন দর্শক মাত্র। কোহলির ঝুলি থেকে একের পর এক বেরিয়ে এল হারিয়ে যাওয়া দৃষ্টিনন্দন শটগুলো।
ক্রিজে নামার পর থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। আচমকা রোহিত আউট হওয়ার পর গতি কমালেন। ৩৯ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন কোহলি। ইনিংসে সাজানো ছিল ৭টি চার এবং ১টি ৬। টি-২০ ম্যাচে ইডেনে বিরাটের দ্বিতীয় অর্ধশতরান। ছ'বছর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে পঞ্চাশ করেছিলেন প্রাক্তন নেতা। কাকতালীয় ভাবে ক্রিকেটের শর্ট ফরম্যাটে বিরাটের শেষ অর্ধশতরানও টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে। মনে হয়েছিল পঞ্চাশের পর হয়ত আবার ফোর্থ গিয়ারে ফিরে যাবেন।কিন্তু দুর্ভাগ্যবশত ৫২ রানে চেজের বলে বোল্ড হন বিরাট। কোহলির ফর্মে ফেরার অপেক্ষায় ছিল ইডেন। আশাপূরণ হল। কিন্তু মন ভরল না। সেট মঞ্চ থেকে বিরাটের এইভাবে ফিরে যাওয়া নিখুঁত চিত্রনাট্যে অসম্পূর্ণ ইতি।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?