Virat Kohli: সকালের বিমানে মুম্বই ফিরে গেলেন বিরাট, খেলবেন না শেষ ম্যাচ

নজরুল ইসলাম: শনিবার সকালের বিমানে মুম্বই ফিরে গেলেন বিরাট কোহলি। রবিবার ইডেনে শেষ ম্যাচে দেখা যাবে না প্রাক্তন অধিনায়ককে। এদিন সকালে হোটেল থেকে বেরিয়ে সরাসরি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন বিরাট। কলকাতা থেকে সকাল ৯ টা ১০ মিনিটের ফ্লাইট ছিল। বিমানবন্দরে পৌঁছে সরাসরি মন্ত্রীদের ভিআইপি লাউঞ্জে চলে যান। সেখানেই অপেক্ষা করতে দেখা যায় বিরাটকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটে টি-২০ ম্যাচই খেলার কথা ছিল কোহলির। প্রথম দুটো ম্যাচ জিতে শুক্রবার ভারত সিরিজ পকেটে পুরে ফেলায় শেষ ম্যাচ শুধুই নিয়মরক্ষার।

তাই বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন নেতাকে। শুক্রবার রাতে ম্যাচ শেষ হওয়ার পরই বিরাটের ফিরে যাওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়। দলে কোনও অন্তর্দ্বন্দ্বের খবর নেই। তবে কোহলির মুম্বই পাড়ি দেওয়ায় খবরে হতাশ হবে কলকাতার ক্রিকেটপ্রেমীরা। মাত্র কয়েকঘন্টা আগেই ইডেনে দুরন্ত অর্ধশতরান করেছেন বিরাট। রবিবার আরও একটি দুর্দান্ত ইনিংসের আশায় ছিল কোহলি ভক্তরা। তাঁর খেলা দেখা থেকে বঞ্চিত হবে কলকাতার ক্রিকেটপ্রেমীরা। কোহলি ছাড়াও সিরিজের মাঝপথে বাড়ি ফিরে যান ঋষভ পন্থ। শনিবার দুপুর দেড়টায় ফ্লাইট ছিল ভারতের উইকেটকিপার ব্যাটারের। রবিবারের ম্যাচে নেই পন্থও। শুক্রবার রাতে সিরিজ জেতানোর দুই কারিগরকেই পাবে না ইডেন। 

আকর্ষণীয় খবর