আজকাল ওয়েবডেস্ক: ভয় দেখানো, জোরপূর্বক কিশোরীর অশ্লীল ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া।
গুরুতর সাইবার অপরাধে অভিযুক্ত প্রতিবেশী যুবকরাই। ফুলবাগানের ঘটনা জানাজানি হতেই ফেসবুক লিঙ্ক–সহ উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন কিশোরীর মা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথম ধাপ হিসেবে ফেসবুক লিঙ্কের সূত্র ধরে ছবিগুলি ডিলিট করার কাজ শুরু হয়েছে। পলাতক তিন অভিযুক্ত। উল্টোডাঙা থানা সূত্রে খবর, প্রতিবেশী যুবকদের প্রতারণার শিকার ফুলবাগানের বাসিন্দা, বছর চোদ্দর কিশোরী। তার মায়ের অভিযোগ অনুযায়ী, কয়েকমাস আগে, ছটপুজোর সময় মায়ের অনুপস্থিতির সুযোগে তাদের বাড়িতে যায় তিন যুবক। কিশোরীকে ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে তার কিছু গোপন, অশালীন ছবি তুলে নেয় তারা। এই বিষয়টি নিয়ে মুখ খুললে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় ৩ জন। ভয় পেয়ে এতদিন মুখ বন্ধ রেখেছিল কিশোরী। অভিযোগ, ২ লক্ষ টাকা না দিলে আরও কিছু ছবি, ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। সম্প্রতি মেয়েটির নজরে আসে ফেসবুকে ঘোরাফেরা করছে তার সেসব অশালীন ছবি। এরপর দিন দুই আগে সে মায়ের কাছে গোটা ঘটনা খুলে বলে। এরপর ফেসবুকের যেসব লিঙ্কে মেয়ের অশালীন ছবি দেখা গিয়েছে, সেসব লিঙ্ক–সমেত উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। অভিযুক্তরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত কিশোরী ও তার পরিবার।
আরও পড়ুন: রেশনেও এবার মিলতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার, জানুন কবে থেকে...
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?