আজকাল ওয়েবডেস্ক: যত অবসাদই হোক, আত্মহত্যায় সমাধান সম্ভব হয় না।
সাংবাদিক এবং প্রাক্তন সাংসদ ও বর্তমানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের আত্মহত্যার চেষ্টা সম্পর্কিত মামলায় রায় দিতে গিয়ে একথা বলেন বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য।
সারদা মামলায় গ্রেপ্তার হওয়ার পর বিচারাধীন হিসেবে জেলবন্দি ছিলেন কুণাল। ২০১৪ সালে জেলে থাকাকালীনই তাঁর বিরুদ্ধে আত্মহত্যার অভিযোগ ওঠে। ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। ভারতীয় আইনে আত্মহত্যার চেষ্টা অপরাধ বলে বিবেচিত হয়। মামলা হয়। সাংসদ-বিধায়কদের বিশেষ আদালতে এই মামলার শুনানি হয়। দোষী সাব্যস্ত হন কুণাল। শুক্রবার, ১৩ মে ছিল এই মামলার রায়দান। সেই রায় প্রসঙ্গেই একথা বলেন বিচারক। যদিও কুণালের শাস্তি মকুব করেছে আদালত।
আরও পড়ুন: এসএসসি দুর্নীতি, ৩৮১ জনকে বেআইনিভাবে নিয়োগ! রিপোর্ট পেশ বাগ কমিটির
তিনি বলেন, 'আত্মহত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু শাস্তি দেব না। শুধু ওঁকে বলব এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আপনি যে লড়াই করছেন করুন। যত অবসাদই হোক, আত্মহত্যায় সমস্যার সমাধান হয় না। আপনি বিশিষ্ট সাংবাদিক। প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। আপনার কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করে। আপনি মামলা আইনে লড়ুন এবং কাজ চালিয়ে যান।'
একই সঙ্গে জেল এবং পুলিশের কড়া সমালোচনা করেন বিচারক। তিনি বলেন, 'কুণাল ঘোষের লাইফ রিস্ক ছিল। খুন হতে পারতেন। যথাযথ নিরাপত্তা ছিল না।'
Debasree Roy: ‘আপাতত রাজনীতিতে নয়’, জানালেন দেবশ্রী
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই