আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল চিকিৎসক নির্মল মাজিকে।
হাওড়ার উলুবেড়িয়া (উত্তর) কেন্দ্রের এই তৃণমূল কংগ্রেস বিধায়ক দীর্ঘদিন ধরে এই কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাঁর জায়গায় এলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। যিনি এইমুহূর্তে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে আছেন। এর আগে অনেকবারই নির্মল মাজিকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এই হাসপাতালের এক সিনিয়র চিকিৎসকের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ ওঠে। আইএএমের কলকাতা শাখার নির্বাচনের দিনও নির্মলের উপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে ভুয়ো ভোটার এনে ভোট করানোর অভিযোগ তোলে বিরোধীপক্ষ। যদিও নির্মল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। কিন্তু শেষপর্যন্ত তাঁর পদে নিয়ে আসা হল দলে তাঁরই সতীর্থ চিকিৎসক সুদীপ্ত রায়কে। Aajkaal.in-এর তরফে এবিষয়ে নির্মল মাজি এবং সুদীপ্ত রায়ের সঙ্গে যোগাযোগ করতে চেয়ে ফোন এবং মেসেজ করা হলেও তাঁরা দু’জনের কেউই সাড়া দেননি।
আরও পড়ুন: বিরাট–রাহুল দ্বৈরথের মাঝেই ইডেনের গ্যালারিতে সক্রিয় বেটিং চক্র, পুলিশের জালে ৫
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের