আজকাল ওয়েবডেস্ক: তিন প্রধানে কোচিং করলেও ইস্টবেঙ্গল কোচ হিসেবেই সব থেকে বেশি সাফল্য সুভাষ ভৌমিকের।
ময়দানের 'ভোম্বল দা'র প্রয়াণে শোকাচ্ছন্ন লাল হলুদ। খবর পাওয়ার পরই একবালপুরের হাসপাতালে হাজির হন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। প্রয়াত কিংবদন্তি ফুটবলার এবং কোচের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। কোভিড বিধি মেনে শেষকৃত্য হওয়ায় বিদায়বেলায় ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু সুভাষ ভৌমিকের কীর্তিকে স্মরনীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে ফেলেছেন লাল হলুদের কর্তারা। প্রয়াত কোচের নামে একটি মিউজিয়াম তৈরি করা হবে। সেখানে থাকবে আশিয়ান কাপ হাতে সুভাষ ভৌমিকের মূর্তি। এছাড়াও ১ ফেব্রুয়ারি বিকেল চারটেয় ইস্টবেঙ্গল তাঁবুতে সুভাষ ভৌমিকের স্মরণসভার আয়োজন করা হবে।
দেবব্রত সরকার বলেন, '১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে সুভাষ ভৌমিকের স্মরণসভার আয়োজন করা হবে। প্রাক্তন ফুটবলাররা উপস্থিত থাকবেন। কোভিড বিধি মেনেই হবে এই সভা। সুভাষ দাকে নিয়ে একটা মিউজিয়াম তৈরি করা হবে। সেখানে আশিয়ান কাপ হাতে ওনার একটা মূর্তি থাকবে।' স্মরণসভার আয়োজন করবে মোহনবাগানও। ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত জানান, ৩ বা ৪ ফেব্রুয়ারি রাখা হবে স্মরণসভা। এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, আইএফএর সভাপতি অজিত ব্যানার্জি, সচিব জয়দীপ মুখার্জি প্রমুখ। এদিন ময়দানের দুই ক্লাবে অর্ধনমিত রাখা হয় ইস্টবেঙ্গল, মোহনবাগানের পতাকা। গোয়ায় ইস্টবেঙ্গলের অনুশীলনের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?