TMC-SFI: ছাত্র সংঘর্ষে উত্তপ্ত প্রেসিডেন্সি, আহত বেশ কয়েকজন

আজকাল ওয়েবডেস্ক: ছাত্র সংঘর্ষে উত্তপ্ত প্রেসিডেন্সি।

সূত্রের খবর, তৃণমূল এবং এসএফআই দু'পক্ষের সংঘর্ষ হয় বৃহস্পতিবার। বচসা পৌঁছয় হাতাহাতি পর্যন্ত। আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। মেডিক্যাল কলেজে গিয়ে ও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।

গতকাল, বৃহস্পতিবার এই ঘটনার সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, তাদের পোস্টার  পুড়িয়েছে এসএফআই। অন্যদিকে একই অভিযোগ তাদের গলাতেও। শুরু হয় বচসা। বচসা গড়ায় হাতাহাতিতে। 

সূত্রের খবর, দু' পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন মোট ৮ জন। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজে। সেখানে গিয়েও ফের উত্তপ্ত হয় পরিস্থিতি। মেডিক্যাল কলেজের বাইরে এবং ভেতরে ফের মারমুখী হয়ে ওঠেন ছাত্র ছাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে বিষয়টি।

আকর্ষণীয় খবর