আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরু থেকেই চড়ছে পারদ। ভোরের দিকে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই গরম বাড়ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে প্রধানত পরিস্কার থাকবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ও ২০ ডিগ্রির আশেপাশে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ ও সর্বনিম্ন ৩৫ শতাংশ। মঙ্গলবার রাতে শহরের দূষণমাত্রা ছিল ১২৭-এর আশেপাশে।
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে আরও প্রায় ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে ৩৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে পারদ। যার ফলে ভরা বসন্তে বেশ খানিকটা গরম পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।