Sadhan Pandey: বাবার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন মেয়ে শ্রেয়া, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিরোধী দলনেতার

আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা, বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে।

রবিবার সকালে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর কন্যা শ্রেয়া পাণ্ডে। তিনি জানান, রবিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ সাধনবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ও তাঁর মা হাসপাতালে রয়েছেন। বিকেলে কলকাতায় নিয়ে আসা হবে তাঁর দেহ। শনিবার অতি সঙ্কটজনক ছিলেন তিনি। রাতে হাসপাতালে বাবার হাত ধরে কাঁদছিলেন শ্রেয়া। সেই ছবিও পোস্ট করেন তিনি। কিছুক্ষণ আগে বাবার হাত ধরে একটি ছবি পোস্ট করে শ্রেয়া লিখেছেন, ‘আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না বাবা। এই কথাটা সত্য নয়। তুমি চলে গেলে, আমি থেকে গেলাম।’


 
বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে তিনি লেখেন, ‘আমাদের বরিষ্ঠ সহকর্মী, দলের নেতা এবং রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক। তাঁর মৃত্যুতে খুবই মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা।’

গত বছরের জুলাই থেকেই হাসপাতালে ভর্তি সাধন পাণ্ডে। শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি ফুসফুসের সংক্রমণ, কিডনির সমস্যা থাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। রাজ্যের মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলের প্রচুর নেতা-কর্মী। টুইটে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিকেলে কলকাতায় মরদেহ আনার পর পিস হাভেনে রাখা হবে। জানা গিয়েছে, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে বর্ষীয়ান এই নেতার।

আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াই শেষ! প্রয়াত রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডে

আকর্ষণীয় খবর