Sovan-Baisakhi: ‘কার্তিক ফেলতে যাব কিন্তু দাদা’, শোভন-বৈশাখীকে ইঙ্গিত করে বললেন সজল-তরুণজ্যোতি

আজকাল ওয়েবডেস্ক: দশমীর দিনে সব জল্পনার অবসান হল। দীর্ঘদিনের বন্ধুত্বের স্বীকৃতি। বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন শোভন চ্যাটার্জি। শোভন তাঁকে সিঁদুর পরিয়ে দেওয়ার পরেই বৈশাখী জানান, ‘আমাদের সম্পর্কে কোনও দিনই কোনও স্বীকৃতির অভাব ছিল না। সততার অভাব ছিল না। আমরা দু’জনে দুটি প্রাণহীন সম্পর্ক থেকে বের হয়ে যেখানে আনন্দ ও শান্তি রয়েছে সেই আশ্রয় খুঁজে নিয়েছি।’

আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুধু এই ছবিই ঘোরাঘুরি করছে। ফের আরও একবার ভাইরাল হয়েছে ফেসবুকে শোভন-বৈশাখীর ছবি। বিজেপি নেতা সজল ঘোষ ফেসবুকে লিখেছেন, ‘নবদম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা কিন্তু তাই বলে বিসর্জনের দিন?’ যদিও সেই সঙ্গে শোভনকে ইঙ্গিত করে লিখেছেন, ‘কার্তিক ফেলতে যাব কিন্তু দাদা।’

এদিকে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ফেসবুকে ব্যঙ্গাত্মক ভাষায় লিখেছেন, ‘দাদা-বৌদির আজ বিয়ে হল। বৈশাখী সন্ধ্যায় হয়নি তো কী হয়েছে? শরৎকালের সন্ধেয় তো হল। যাই হোক কার্তিক পুজো কবে সেই খোঁজ নিয়ে রাখুন।’

আরও পড়ুন: দশমীতে ১৩ বছরের বন্ধুত্ব স্বীকৃতি পেল, বৈশাখীকে সিঁদুরে রাঙিয়ে দিলেন শোভন

এছাড়াও শোভন-বৈশাখীর এই ছবি প্রকাশ আসতেই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্য ঘোরাঘুরি করছে। এর আগে ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাটে তাঁদের ঘোরাঘুরি হোক কিংবা বাড়ির ব্যালকনি তাঁদের নাচ হোক, বাংলার প্রাক্তন মহানাগরিকের প্রতিটি ছবিই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। আর দশমীর সন্ধেয় যে ছবি দেখা গেল তা সামাজিক প্রেক্ষাপটে তাঁদের নিয়ে জলঘোলার অবসান হল।

আকর্ষনীয় খবর