Durga Puja: কে বলবে এই রাস্তাই লকডাউনে নিস্তব্ধ ছিল? রাত বাড়তেই সপ্তমীতে জনজোয়ার শহরে

আজকাল ওয়েবডেস্ক: সন্ধে পেরিয়ে রাত গড়াতেই কলকাতার রাস্তায় বাড়ছে ভিড়। শহরের উত্তর থেকে দক্ষিণ, ভিড়ের ছবিটা প্রায় একই। পুজোর আনন্দে মাতল সাধারণ মানুষ। সপ্তমীর রাতে ছবিটা যেন বদলে গেল। করোনার জেরে লকডাউন, আর তার ফলে শুনশান সেই রাস্তাঘাট বদলে গেল খাসা ভিড়ে। তিলোত্তমার রাস্তাঘাট বরাবরই জন-কোলাহলের জন্য বিখ্যাত। সেই রাস্তাঘাটে শ্মশানপুরীর মতো নিস্তব্ধতা কেউই চান না। কিন্তু এই ভিড় ফের এক আশঙ্কার জন্ম দিচ্ছে। হ্যাঁ করোনার তৃতীয় ঢেউ। এই উৎসবের ভিড়ে ফের মাথাচাড়া দিয়ে উঠবে না তো করোনাসুর?

আরও পড়ুন: পাঁচ মন্ত্রীর পুজো প্যান্ডেল টানছে ভিড়, সুজিতের ‘বুর্জ খলিফা’ তালিকার শীর্ষে

সপ্তমীর সন্ধেয় একডালিয়া এভারগ্রিনে দেখা গেল নিরাপদ দূরত্ব বজায় রাখতে মাইকিং করা হয়েছে পুলিশের তরফে। সেই সঙ্গে মুখে মাস্ক আবশ্যক বলে মাইকিং করা হয়। কিন্তু থিকথিক ভিড় দেখা যায় মণ্ডপ চত্বরে। একই ছবি উত্তর থেকে দক্ষিণ কলকাতার প্রায় সবকটি পুজো মণ্ডপেই। এই কয়েকদিন যে সংযম দেখা গিয়েছিল সেই সংযম যেন বাঁধ ভাঙল সপ্তমীতে। এদিকে রাজ্যে এদিন বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতায় ১৮০ জন সংক্রমিত হয়েছেন। করোনাকে সঙ্গে নিয়েই উৎসবে মেতে উঠল সাধারণ মানুষ।

আরও পড়ুন: উৎসবের মরসুমে রাজ্যে একলাফে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা! ভয় ধরাচ্ছে কলকাতা