আজকাল ওয়েবডেস্ক: প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
অন্যদিকে আলিপুর মহিলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। দু’জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনে সংশোধনাগারে গিয়েও ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে আদালতের নির্দেশ।
শুক্রবার সন্ধেয় ব্যাঙ্কশাল আদালত থেকে বের করে পার্থকে তোলা হয় পুলিশের ‘প্রিজন ভ্যান’–এ। গাড়ি রওনা হয় প্রেসিডেন্সির দিকে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য আদালত থেকে প্রেসিডেন্সি সংশোধনাগার পর্যন্ত গোটা রাস্তায় জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। সংশোধনাগারের সামনেও উপস্থিত পুলিশ আধিকারিক ও কর্মীরা। রাজ্য কারা বিভাগের একটি সূত্র জানিয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সংশোধনাগারের ভেতর কোন ওয়ার্ডে রাখা হবে সেটা কারা বিভাগের পদস্থ কর্তারা সিদ্ধান্ত নেবেন। ওই সূত্রটি জানিয়েছে, যেহেতু এর আগে ইএসআই হাসপাতালে পার্থর উদ্দেশ্যে জুতো ছোড়া হয়েছিল তাই তাঁর নিরাপত্তার দিকটি বিশেষ খেয়াল রাখা হচ্ছে।
আরও পড়ুন: রাখি পূর্ণিমায় বন্ধ থাকবে রাজ্য সরকারি অফিস, জারি বিজ্ঞপ্তি
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা