আজকাল ওয়েবডেস্ক: ফের অঙ্গদান করার নজির গড়ল শহর কলকাতা।
একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন তপতী কুইল্যা নামে এক ভদ্রমহিলা। গত ৬ জানুয়ারি ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫০। হাসপাতাল সূত্রে খবর, ভর্তির পর থেকেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তপতী দেবীর।
শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে না পারলেও মৃত্যুর খবর পেয়ে অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। মৃতার পরিবারের এই সিদ্ধান্তে খুশি চিকিৎসকরাও। জানা গিয়েছে, তপতীর হার্ট যাচ্ছে মুকুন্দপুরের একটি হাসপাতালে। লিভার যাবে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। দু’টি কিডনি কম্যান্ড হাসপাতালে এবং কর্নিয়া দু’টি সংরক্ষিত থাকবে মুকুন্দপুরের একটি চোখের হাসপাতালে। সাম্প্রতিক কালে কলকাতায় অঙ্গদানের ঘটনা প্রথম নয়। কিছুদিন আগে বর্ধমানে এক নাট্যকর্মীর মৃত্যুতে তাঁর অঙ্গ দান করা হয়েছে সাত জনকে।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান