আজকাল ওয়েবডেস্ক: আদালতের রায়ে চাপে টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সামি।
গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিন জাহানকে মাসে মাসে ৫০ হাজার টাকার খোরপোশ দেওয়ার নির্দেশ দিল আলিপুর জেলা ও দায়রা আদালত। আর মেয়ের পড়াশোনার জন্য দিতে হবে ৮০ হাজার টাকা। অর্থাৎ প্রতি মাসে সামিকে দিতে হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা। যদিও হাসিনের দাবি ছিল ১০ লক্ষ টাকা। ৭ লক্ষ টাকা খোরপোশ। আর মেয়ের পড়াশোনার খরচ বাবদ ৩ লক্ষ। তাই আদালতের রায়ে খুশি নন হাসিন। উচ্চ আদালতে যেতে পারেন তিনি।
২০১৮ সালে সামির বিরুদ্ধে নিম্ন আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা রুজু করেন তাঁর স্ত্রী হাসিন। তখন অবশ্য হাসিনের অভিযোগ অস্বীকার করেছিলেন সামি। চলতি মাসের ১৮ তারিখ এই মামলার শুনানি শেষ হয়। সোমবার মামলার রায়দানে বিচারক অনিন্দিতা গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্ত্রীকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিতে হবে সামিকে। আর মেয়ের পড়াশোনার জন্য দিতে হবে ৮০ হাজার টাকা। বিচারক আরও জানান, ২০১৮ সালে এই মামলা শুরু হওয়ার সময় থেকে এই নির্দেশ কার্যকর হবে।
আরও পড়ুন: কবে বিয়ে করছেন? রাহুল দিলেন জবাব
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান