আজকাল ওয়েবডেস্ক: আগামী বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস।
ছুটি। একইদিনে পড়েছে সরস্বতী পুজো। ছুটির দিন হলেও স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা। সংখ্যায় কম হলেও পরিষেবা মিলবে। এক বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ সোমবার একথা জানিয়েছে। বলা হয়েছে, সকাল ৬.৫০ থেকে রাত ১০.৩৫ অবধি আপ ও ডাউনে চলাচল করবে ১৮৮ টি মেট্রো। সকালে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে প্রতিদিনের মতো সকাল ৬.৫০ মিনিটে। আবার দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। অন্যদিকে সকাল ৬.৫৫ মিনিটে দমদম থেকে ট্রেন ছাড়বে দক্ষিণেশ্বরের উদ্দেশে। আবার সকাল সাতটায় দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশে। যা অপরিবর্তিত রয়েছে। আবার রাত ৯.২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশে। রাত সাড়ে ন’টায় কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বরের উদ্দেশে। রাত ৯.৪০ মিনিটে দমদম থেকে শেষ ট্রেন যাবে কবি সুভাষের উদ্দেশে। অন্যদিকে রাত ৯.৪০ মিনিটে কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে দমদমের উদ্দেশে। যা অপরিবর্তিত থাকছে।
ওইদিন মিলবে ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবাও। আপ ও ডাউন মিলিয়ে চলবে ৯০টি ট্রেন। প্রতিদিনের মতো সকাল ৬.৫৫ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে সেক্টর ফাইভের উদ্দেশে। সকাল সাতটায় সেক্টর ফাইভ থেকে প্রথম ট্রেন ছাড়বে শিয়ালদহের উদ্দেশে। আবার প্রতিদিনের মতো শেষ মেট্রো রাত ৯.৩৫ মিনিটে ছাড়বে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশে। আবার রাত ৯.৪০ মিনিটে শেষ ট্রেন যাবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি।
আরও পড়ুন: ২০২২ সালের সেরা টি২০ দলে সুযোগ পেলেন বিরাট, সূর্য ও পাণ্ডিয়া, নেই রোহিত
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের