আজকাল ওয়েবডেস্ক: নেতাজি জন্মজয়ন্তীতে বিশেষ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তাঁর কথায় ঘুরেফিরে এল সম্প্রীতির কথা। বললেন, তিনি গর্বিত ভারতীয় হিসেবে। গর্বিত বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন বলে। নেতাজি জন্মজয়ন্তীতে আজ নিজে শঙ্খ বাজান মুখ্যমন্ত্রী। দেশপ্রেমীদের কথা স্মরণ করেন নিজের বক্তব্যে।
তবে আজকের মঞ্চ থেকেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। দেশের বিভিন্ন সংস্থা বেসরকারি হয়ে যাচ্ছে বলে কেন্দ্রের দিকে আঙুল তোলেন। একাধিক প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে আগেও একাধিক বার সুর চড়িয়েছেন। আজ ফের তাঁর বক্তব্যে এজেন্সি নিয়ে ক্ষোভ প্রকাশিত হয়। মঞ্চ থেকেই উত্তরপ্রদেশের তুলনা টেনে বলেন, 'আরশোলা কামড়ালেও সেন্ট্রাল টিম আসে। কিন্তু উত্তরপ্রদেশে কটি টিম পাঠিয়েছে?' তিনি আরও বলেন, 'অনেকে এজেন্সির ভয় পালিয়ে যায়। আমরা পালাই না। আরে করো না ভাই। যত পারো, এজেন্সি লাগাও, কিন্তু দেশটাকে এক রেখে দাও।' আজ, নেতাজির জন্ম জয়ন্তীতে আন্দামান এবং নিকোবরের ২১ টি অনামি দ্বীপের নাম দেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শহিদ। স্বরাজ দ্বীপের নামকরণ আজ নতুন নয়, অনেক আগেই নেতাজি করেছিলেন। আজ সুফল বাংলার উদবোধন করেন তিনি।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান