আজকাল ওয়েবডেস্ক: পাইপলাইনের কাজ চলাকালীন আচমকা ধস।
তাতেই চাপা পড়ে মৃত্যু হল ২২ বছরের এক শ্রমিকের।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউয়ে। সেখানে ড্রেনেজ লাইনের কাজ করছিলেন ছলমন মল্লিক নামের এক শ্রমিক। বালি তোলার সময় আচমকা সেখানে ধস নামে। তাতেই চাপা পড়েন ওই শ্রমিক।
ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় বেনিয়াপুকুর থানার পুলিশ। মাটি খুঁড়ে ছলমনকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ছলমন সন্দেশখালির বাসিন্দা। তাঁর মৃত্যুর পর আপাতত পাইপলাইনের কাজ বন্ধ রয়েছে।