আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে উঠছে তোমার
নামে জয়ধ্বনি
সব হারাদের আশীর্বাদে
তুমিই হলে মহাজ্ঞানী।
সদ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জিকে কবিতা উপহার দিয়েছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। গত ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন অভিজিৎ। অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসাবে অর্থনীতিতে সর্বোচ্চ সম্মান পেয়েছেন তিনি। তারপর গত ১৬ অক্টোবর অভিজিৎ ব্যানার্জিকে উৎসর্গ করে কবিতাটি লিখেছেন শোভনবাবু। কবিতার নিচে শোভনবাবু নিজের একটি স্বাক্ষরও করেছেন। ইমেল করে কবিতাটি উপহার দিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। অভিজিতের নোবেলপ্রাপ্তি গোটা দেশবাসীর কাছে গর্বের বিষয়। নোবেল জয়ের পর দেশের ফিরে এসে অনেক সম্মাননাও পেয়েছেন অভিজিৎ। শোভনবাবুর কবিতা পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন অভিজিৎ ব্যানার্জি। গত ২৩ অক্টোবর শোভনবাবুকে ইমেল করে ধন্যবাদ জানিয়েছেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক ব্যানার্জি।
পড়ুন কবিতাটি....
আগেই আমি ভেবেছিলাম
এমনটাই হোক
যখন হল তখন আর
করবো নাকো শোক
বিশ্বজুড়ে উঠছে তোমার
নামে জয়ধ্বনি
সব হারাদের আশীর্বাদে
তুমিই হলে মহাজ্ঞানী।
তথ্য দিয়ে করলে প্রমাণ
বঞ্চনার ইতিহাস
সব কিছু পাওয়ার আশ্বাস থেকেও
না পাওয়ার দীর্ঘশ্বাস।