আজকালের প্রতিবেদন: সাংসদকে কটূক্তি ও অঙ্গভঙ্গি করে গ্রেপ্তার হল এক ট্যাক্সিচালক। সোমবার রাতে গাড়িতে বাড়ি ফিরছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। বালিগঞ্জ ও গড়িয়াহাটের মাঝামাঝি একটি ট্রাফিক সিগনালে তাঁর গাড়ি দাঁড়িয়ে ছিল। হঠাৎই একটি ট্যাক্সি তাঁর গাড়ি ওভারটেক করে। সাংসদ লক্ষ করেন, ট্যাক্সিচালক তাঁর দিকে তাকিয়ে অঙ্গভঙ্গি করছে। গাড়ি থেকে নামেন মিমি চক্রবর্তী। ট্যাক্সিচালককে গাড়ি থেকে টেনে নামান। ততক্ষণে আশপাশের লোকজন ছুটে এসেছে। মিমি বলেন, পুলিশে দেওয়া হবে। পুলিশে যোগাযোগ করেন তিনি। জানা গেছে, ট্যাক্সিচালকের নাম দেবা যাদব। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধঘণ্টার মধ্যেই ট্রাফিক সার্জেন্ট আনন্দপুর থেকে দেবাকে গ্রেপ্তার করে। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন সাংসদ। ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেবা যাদবকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।