আজকাল ওয়েবডেস্ক: শহরে এই ঘটনা আগেও ঘটেছে বহুবার।
বৃহস্পতির সকালে ফের একই ঘটনা। মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনাস্থল কালীঘাট মেট্রো স্টেশন। জানা গিয়েছে, বৃহস্পতির সকালে আচমকা এক ব্যক্তি কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে।
মেট্রো লাইনে আত্মহত্যার ঘটনায় দিনের শুরুতেই ব্যাহত রেল পরিষেবা। টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত থমকে রয়েছে মেট্রোর চাকা। স্বাভাবিক ভাবে মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতোই মেট্রো রেল চলাচল শুরু হবে। দিনের প্রথম ভাগেই এই ঘটনায় পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগ যাত্রীদের। গন্তব্যে পৌঁছবেন কখন, সেই প্রশ্ন ঘুরছে অনেকের মুখে।