আজকাল ওয়েবডেস্ক: ফের বিভ্রাট হল মেট্রোয়।
বুধবার দুপুরে শোভাবাজার–সুতানুটি স্টেশনে কবি সুভাষগামী একটি মেট্রোর নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সতর্কতা হিসেবে যাত্রীদের সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। পরীক্ষার জন্য ফাঁকা ট্রেনটি নিয়ে যাওয়া হয়েছে কবি সুভাষ স্টেশনে।
এবিষয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, দুপুর ১টা ৩৪ মিনিটে ওই ট্রেনটির গিয়ারের নীচে একটা সমস্যা দেখা যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেন ফাঁকা করে দেওয়া হয়। ট্রেনটি ১টা ৪৬ মিনিটে কবি সুভাষ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় ডাউন লাইনে ট্রেন নিয়ন্ত্রণ করতে হয়। মেট্রো জানিয়েছে, ১টা ৩৪ মিনিট থেকে ১টা ৪৬ মিনিট পর্যন্ত ডাউন লাইনে ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছিল। দক্ষিণেশ্বর এবং দমদম থেকে রওনা হয়ে ট্রেন এই স্টেশনের আগের স্টেশন শ্যামবাজার পর্যন্ত এসেছে। তারপরেই পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। তবে ঘটনার জেরে আপ লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেই মেট্রো জানিয়েছে।
ঘটনার জেরে ওই ট্রেনের যাত্রীদের সড়কপথেই গন্তব্যের দিকে রওনা হতে হয়েছে। ফলে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। যদিও এটাই প্রথম নয়, এর আগেও অনেকবার মেট্রোপথে সমস্যা তৈরি হয়েছে।
আরও পড়ুন: শ্রেয়সেই আস্থা রাখল কেকেআর
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা