Kolkata Metro: ‌বাড়ছে মেট্রোর সংখ্যা, কবে থেকে জানুন ক্লিক করে 

আজকাল ওয়েবডেস্ক:‌ কর্মব্যস্ত দিনে বাড়ছে মেট্রোর সংখ্যা।

এর ফলে নিত্যযাত্রীদের প্রচুর সুবিধা হবে। শনিবার কলকাতা মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে ২৮২–র বদলে চলবে সারাদিনে ২৮৮টি মেট্রো। মেট্রোর তরফে বলা হয়েছে, সোম থেকে শুক্রবার ১৪৪টি আপ এবং ডাউন লাউনে ১৪৪টি মেট্রো চলবে। কবি সুভাষ থেকে দমদমের মধ্যে চলবে মেট্রোগুলি। এর মধ্যে ১৭২টি মেট্রো পরিষেবা (৮৬টি আপ এবং ৮৬টি ডাউন) মিলবে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। এর ফলে সকালে ও সন্ধেয় পাঁচ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। ছাড়বে সাড়ে ন’‌টায়। এমনকি শনি ও রবিবার সময়সূচি একই থাকবে। শনি ও রবি মেট্রোর সংখ্যা বাড়ছে না। ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবাও থাকবে অপরিবর্তিত।

আরও পড়ুন:‌ ‘‌বিরোধীরা বৈঠকেই ডাকেনি’‌, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মায়াবতী


 

আকর্ষণীয় খবর