আজকাল ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে জুড়ল আরেকটি পালক। এসআইআই–এর কোভিড প্রতিষেধক কোভিশিল্ড তৈরির সঙ্গে জড়িয়ে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্বপন জানা। ১৯৮৫–এ ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং–এ স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর স্নাতকোত্তরও যাদবপুর থেকেই পড়েন তিনি। বর্তমানে এসআইআই–এর রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং–এর অধিকর্তা স্বপন জানা। কোভিশিল্ড তৈরির শুরু থেকেই এই কাজের সঙ্গে তিনি। এসআইআই–এর টিকা তৈরির একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। প্রাক্তন ছাত্রের কীর্তিতে গর্বিত যাদবপুর বিশ্ববিদ্যাল লিখিত বিবৃতি দিয়েছে যে, ‘বিশ্ববিদ্যালয়ের আশা যে বর্তমান প্রজন্ম এরকম অসামান্য রোলমডেলকে আদর্শ হিসাবে দেখবে। যিনি করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধে সামনে থেকে আছেন।’