আজকাল ওয়েবডেস্ক: এবছর জেআইএস ‘মহাসম্মান’–এ ভূষিত হলেন তিন নক্ষত্র।
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ফুটবলার শ্যাম থাপা এবং শিল্পী ঊষা উত্থুপ। বৃহস্পতিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে ‘জেআইএস সম্মান ২০২৩’ অনুষ্ঠানে তাঁদের সম্মানিত করা হয়েছে। উল্লেখ্য, জেআইএস গ্রুপের তরফে আয়োজিত এটি সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এদিন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং বলেন, ‘জেআইএস সম্মান অনুষ্ঠানে এই খ্যাতনামা ব্যক্তিদের সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। এই প্রখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে আসার সৌভাগ্য হয় জেআইএস সম্মান অনুষ্ঠানে। যা আমাদের বিশেষভাবে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়।’
জেআইএস সম্মান অনুষ্ঠানে প্রতি বছর শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের বিশিষ্টদের সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মানিত করা হয় নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদেরও। অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মহাসম্মান প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বলিউডের জনপ্রিয় শিল্পী মিকা সিং।