আজকাল ওয়েবডেস্ক: হাইকোর্টে খারিজ হল রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণ সংক্রান্ত মামলা।
এ সম্পর্কে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যেটি করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সেই প্রসঙ্গে আদালত জানিয়েছে, রাজ্যপালকে সংবিধানের ৩৬১ নম্বর ধারা অনুযায়ী নোটিশ দেওয়া যায় না। তিনি আদালতের কাছে উত্তর দিতে বাধ্য নন।
চলতি মাসের শুরুতে রাজ্যপালের অপসারণ চেয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করেন ওই আইনজীবী। তাঁর অভিযোগ, রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থেকে সংবিধান বহির্ভূত কাজ করেছেন জগদীপ ধনখড়। তিনি একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন। শুক্রবার এই জনস্বার্থ মামলার শুনানিতেই আদালত একথা জানিয়ে দেয়।
রাজ্যে রাজ্য–রাজ্যপালের সংঘাতের ঘটনা এর আগে বহুবার সামনে এসেছে। সাংবিধানিক পদে থেকে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ এবং এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগ নিয়ে বহুবার সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের অপসারণের দাবি সংসদেও তুলেছে তারা।
সাম্প্রতিক অতীতে রাজ্যপালের বিরুদ্ধে একাধিক বিল আটকে রাখার অভিযোগ ছাড়াও নেটমাধ্যমে বিধানসভার অধিবেশনের সমাপ্তি ঘোষণা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে।
আরও পড়ুন: স্ত্রী তৃণমূল প্রার্থী, স্বামী টিকিট না পেয়ে দাঁড়িয়ে পড়লেন নির্দলে
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?