Petrol Pump: ‌‌২০০০ টাকার নোট ভাঙাতে পেট্রল পাম্পে লম্বা লাইন 

আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার সকাল থেকেই দেখা গিয়েছিল চিত্রটা।

পেট্রল পাম্পে লম্বা লাইন। ২ হাজার টাকার নোট ভাঙিয়ে পেট্রল কেনার হিড়িক আমজনতার মধ্যে। 

বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিবৃতিতে বলা হয়, ২৩ মে থেকে দেশের যে কোনো ব্যাঙ্কে গিয়ে ২ হাজার টাকার নোট জমা দেওয়া যাবে। এর বদলে ৫০০, ১০০, ২০০ টাকার নোট নেওয়া যাবে। এর জন্য কোনও ফর্ম পূরণ করতে হবে না। লাগবে না পরিচয়পত্র। কিন্তু ব্যাঙ্কে গিয়ে এই নোট বদলানোর বিষয়টি সময় সাপেক্ষ। বরং পেট্রল পাম্পে গিয়ে ২ হাজার টাকার নোট ভাঙিয়ে তেল কেনাকে অনেক বেশি শ্রেয় বলে মনে করেছে দেশের জনগণ। সেই কারণে পেট্রল পাম্পে মঙ্গলবার সকাল থেকেই দেখা যায় লম্বা লাইন। অনেকেই ২ হাজার টাকার নোট দিয়ে ২০০ বা ৩০০ টাকার তেল কিনছেন। এতে পেট্রল পাম্পগুলোয় খুচরোর সমস্যা হলেও পাম্পের কর্মীরা বলছেন, একটু সমস্যা হলেও তেল বিক্রি ভাল হচ্ছে। 

আকর্ষণীয় খবর