আজকাল ওয়েবডেস্ক: পুরসভার সিদ্ধান্ত বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।
জানিয়ে দেওয়া হল কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না। বিচারপতি রাজাশেখর মান্থা মঙ্গলবার এই নির্দেশ দেন। বিচারপতি জানান, যেহেতু এ বিষয়ে রাজ্যের কোনও আইন নেই। তাই হুক্কা বার কলকাতা ও সংলগ্ন এলাকায় চলতে পারে।
সম্প্রতি কলকাতা এবং বিধাননগর পুরসভা তাদের প্রশাসনিক এলাকায় হুক্কা বার বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা আইন মেনে নেওয়া হয়নি। তাই পুলিশ এই বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না। আদালতের পর্যবেক্ষণের পর বিচারপতি জানান, ওই সমস্ত হুক্কা বারে আইনবহির্ভূত কিছু হয়ে থাকলে পদক্ষেপ করতে পারে পুলিশ।
প্রসঙ্গত পুরসভার হুক্কা বার বন্ধের সিদ্ধান্তের পর অ্যাসোসিয়েশন অফ রেস্তরাঁর পক্ষ থেকে একটি মামলা করা হয়েছিল। মঙ্গলবার তারই শুনানি ছিল। সেই শুনানিতেই এই নির্দেশ দিলেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, হুক্কা শুধুমাত্র ধূমপানের অঙ্গ। বিচারপতি মান্থার কথায়, যতক্ষণ না রাজ্য আইন আনছে, কলকাতা পুরসভা বা বিধাননগর পুরসভার কোনও অধিকার নেই হুক্কা বার বন্ধ করার। বিচারপতি জানিয়েছেন, রেস্তরাঁয় হুক্কা বার খোলার জন্য আলাদা করে ট্রেড লাইসেন্স নেওয়া থাকে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা, স্কুটার থেকে নিচে পড়ে মৃত দুই
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের