আজকাল ওয়েবডেস্ক: বাগবাজার, রাজারহাটের পর এবার রাজাবাজারে নারকেলডাঙা বস্তিতে সোমবার সকালে আগুন লাগল। জানা গেছে, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আগুন লাগে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন ঝুপড়িবাসীরা। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। এলাকাবাসীর সাহায্য নিয়েই খালের দু’পাশ থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
এলাকায় ৩০টির মতো পরিবারের বাস। সবকটি ঘরই পুড়ে গেছে বলে খবর স্থানীয় সূত্রে। তবে হতাহত হননি কেউ। এলাকাবাসীরা বলছেন, প্রথম নয়, আগেও একাধিকবার বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে অনুমান, সিগারেট–বিড়ি থেকে আগুন লেগে থাকতে পারে। বৈদ্যুতিক কারণে আগুন লাগার খুব একটা সম্ভাবনা নেই, মনে করছেন দমকল আধিকারিকরা।
কিছুদিন আগেই বাগবাজারের বস্তিতে আগুন লেগেছিল। বাগবাজার মহিলা কলেজের কাছে একটি বস্তিতে আগুন ধরে গিয়েছিল। পুড়ে ছাই হয়ে গিয়েছিল অনেক ঝুপড়িই। দলকলের চেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এসেছিল। এর কিছুদিন আগেই ইএম বাইপাসের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন ধরে গিয়েছিল। পুড়ে ছাই হয়ে গিয়েছিল ৪০টিরও বেশি ঝুপড়ি। সব হারিয়ে বাসিন্দাদের কনকনে ঠান্ডায় আশ্রয় নিতে হয়েছিল খোলা আকাশের নীচে।