আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে শুটআউট।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকাল আটটা নাগাদ দমদমের দমকল কেন্দ্রের সামনে গুলি চলে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। অভিযোগ দমকলকর্মী স্নেহাশিস রায়কে লক্ষ্য করে গুলি চালান হয়। অল্পের জন্য বেঁচে গিয়েছেন তিনি। গুলি চালিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতি।
স্নেহাশিস রায়ের অভিযোগ ওই যুবকের সঙ্গে দিন কয়েক আগেই অল্প বচসা হয় তাঁর। কয়েকদিন আগেই রাস্তায় ধাক্কা লেগেছিল উভয়ের, সেখান থেকেই বাগবিতন্ডা পর্যন্ত গড়ায় ঘটনা। মঙ্গলবার স্নেহাশিস বাবু অফিসে এলে আগের ঘটনার জন্য ক্ষমা চাইবে বলে তাঁকে বাইরে ডেকে আনে ওই যুবক।
আরও পড়ুনঃ Shiv Sena: শিবসেনায় বিদ্রোহ! বিধান পরিষদ নির্বাচনের পরেই 'নিখোঁজ' মন্ত্রী সহ একাধিক বিধায়ক
স্নেহাশিস বাবু জানিয়েছেন, তিনি আসতেই আগ্নেয়াস্ত্র বের করে তাঁর দিকে গুলি চালায় ওই যুবক। সেই মুহূর্তে ছিটকে সরে যাওয়ায় গুলি লাগেনি তাঁর শরীরে। গুলি চালানোর পরেই চম্পট দিয়েছে সে। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ, উদ্ধার করা হয়েছে গুলির খোল। সাতসকালের এই শ্যুটআউটের ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
NRS Hosrpital: বাঁ কানের অংশ দিয়ে তৈরি হল ডান কান, কিশোর অনুরাগ এখন সুস্থ
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার