Dignity Foundation: প্রবীণ নাগরিকদের জন্য কাজ করে চলেছে ডিগনিটি ফাউন্ডেশন 

‌আজকাল ওয়েবডেস্ক:‌ গত ২৩ বছর ধরে প্রবীণ নাগরিকদের নিয়ে কাজ করে চলেছে ডিগনিটি ফাউন্ডেশন।

কলকাতায় তাদের চারটি শাখা আছে। ঢাকুরিয়া, বেহালা, বাগুইআটি আর সল্টলেকে৷ শুধু সেবা নয়, আরও অনেকভাবে প্রবীণ নাগরিকদের জীবনকে সুন্দর করে তোলার কাজে নিয়োজিত এই সংগঠন। প্রয়োজনে নিঃসঙ্গতা দূর করার ব্যবস্থা থেকে কম্পিউটার শিক্ষা, এমনকি বিনোদনের ব্যবস্থাও করা হয়। দুঃস্থ বয়স্ক মানুষদের নিয়মিত রেশন দেওয়া হয়। এই ফাউন্ডেশনের সদস্যরা সম্প্রতি রোটারি সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন।  অনুষ্ঠানে গান, কবিতা, নাটক পরিবেশিত হয়। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা বরুণ চন্দ।

আরও পড়ুন:‌ বাঘের পায়ের ছাপ মিলল!‌ তীব্র আতঙ্ক ইসলামপুরে 

আকর্ষণীয় খবর