আজকালের প্রতিবেদন- কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (৩) পদে যোগ দিলেন দময়ন্তী সেন। এই পদে আসার আগে তিনি রাজ্য পুলিশের আইজি (প্রশাসন) পদে ছিলেন। কলকাতা পুলিশের একসময় গোয়েন্দা প্রধান পদেও ছিলেন। সুপ্রতিম সরকার হলেন অতিরিক্ত নগরপাল (৪)। অশোককুমার প্রসাদ ছিলেন অতিরিক্ত নগরপাল (৪) পদে। তিনি আইজি (দার্জিলিং) পদে গেলেন। অমিত পি জাভালগিকে স্পেশ্যাল সুপার আইবি পদে বহাল রাখা হল। এর আগে তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটে ডিসি (সদর) পদে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল। সুনীলকুমার যাদব হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) পদে ছিলেন। তিনি হলেন এসটিএফের পুলিশ সুপার। এছাড়াও সিদ্ধনাথ গুপ্তা যিনি এই মুহূর্তে এডিজি কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স পদে রয়েছেন, তাঁকে নেপাল–ভুটান, দার্জিলিং পুলিশ ডিস্ট্রিক্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট, কোচবিহার এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আয়ত্তাধীন আন্তর্জাতিক সীমানা সুরক্ষার বিষয়টিও দেখতে বলা হয়েছে।