Kolkata High Court: রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের

আজকাল ওয়েবডেস্ক: আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির দুর্নীতির মামলায় রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি সি.আই.ডির আর্জি খারিজ করে এই দুর্নীতির ঘটনায় সিবিআই এবং ইডির তদন্তের নির্দেশও বহাল রাখা হয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার এই নির্দেশ দেন। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিআইডিকে সিবিআইয়ের হাতে সমস্ত নথি তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। সময় মত যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সব নথি তুলে না দেওয়া হয় তাহলে স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 

আকর্ষণীয় খবর