আজকাল ওয়েবডেস্ক: আমফানের টাকার হিসেব চেয়ে রাজ্যকে চাপ দিচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার (সিএজি বা ক্যাগ) আধিকারিকরা। এই মর্মে আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। এছাড়াও আদালতের কাছে রাজ্যের আর্জি, আপাতত ক্যাগের তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক।
আমফান মামলা তদন্তের জন্য ক্যাগকে তিনমাস সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, সম্প্রতি ক্যাগের তদন্তকারী আধিকারিকরা রাজ্যে এসে সরকারি আধিকারিকদের কাছে তথ্য চেয়ে চাপ দিচ্ছেন। তাতে কাজের অসুবিধে হচ্ছে। যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন ক্যাগের তদন্তে স্থগিতাদেশ দেওয়া হোক, এদিন আদালতের কাছে আর্জি জানায় রাজ্য যদিও এ ব্যাপারে আদালত এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, সোমবার মামলার পরবর্তী শুনানি পর্ব শুরু হবে। আদালত ক্যাগকে তিন মাস সময় দিয়েছিল। ক্যাগের যদি আরও সময় প্রয়োজন হয়, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে সোমবারের শুনানিতে।