Baishakhi-Ratna: 'ও রক্ষিতা' রত্নার আক্রমণে বিস্ফোরক বৈশাখী

আজকাল ওয়েবডেস্ক: শোভন-বৈশাখীর সিঁদুর খেলার ছবি প্রকাশ্যে আসার পরই উত্তাল নেট দুনিয়া। বাদ যায়নি শোভনের আইনি স্ত্রী রত্নাও। লিখিতভাবে তিনি এখনও শোভন চ্যাটার্জির বউ। তাসত্ত্বেও কীভাবে অন্য কাউকে সিঁদুর পরায়? হিন্দু ম্যারেজ অ্যাক্ট প্রসঙ্গ তুলে প্রশ্ন করেছিলেন রত্নাদেবী। শুধু তাই নয়, বৈশাখীকে 'রক্ষিতা' বলেছেন তিনি। এবার রত্নার আক্রমণের জবাব দিলেন বৈশাখী। তিনি বলেন, 'রত্না চ্যাটার্জির মুখে আইনের কথা শুনতে আমার খুব ভাল লাগছে। আমার বাড়িটা কিন্তু তিনি বেআইনিভাবে দখল করে বসে আছেন।'

আরও পড়ুন: পুজোর পর স্কুল খোলার কথা! কী বললেন শিক্ষামন্ত্রী, দেখুন

শনিবার বৈশাখীকে আক্রমণ করে রত্না বলেছিলেন, 'স্ত্রীর সঙ্গে ডিভোর্স না হওয়া স্বামী অন্যের সিঁথিতে সিঁদুর দিলেই তাঁদের বিয়ে হয়ে যায় না। সমাজ তাঁকে রক্ষিতা বলে।' এই বিষয়ে মোক্ষম জবাব দিয়ে বৈশাখী জানান, 'একজন মহিলা অপর মহিলাকে রক্ষিতা আখ্যা দিতে পারে না। একজন মহিলার প্রতি পুরুষের আচরণ স্থির করে সে রক্ষিতা কি না। শোভন আমাকে সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন। যদি রক্ষিতাই হয়ে থাকতাম তাহলে এত বছর ধরে আমাকে সম্মান দিয়েছেন কেন? আমি ওঁর জীবনে লুকনো অঙ্গ কোনও দিন ছিলাম না। ফলে আমাকে এই ধরনের কথা কেউ বলতে পারেন না।'

আকর্ষনীয় খবর