আজকাল ওয়েবডেস্ক: বলতে গেলেন এক। আর প্রকাশ্যে বলে ফেললেন উল্টো কথা। বিজেপি নেতা তথা বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন বৃহস্পতিবার শহরে এসে প্রকাশ্য সভায় বলে ফেললেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল অর্ধেক হয়ে গিয়েছে। ২০২১ সালে বিজেপি সাফ’। মেননের এই মন্তব্যে দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যায় প্রদেশ বিজেপি। তবে তৎক্ষণাৎ নিজেকে সামলে নেন তিনি। আর মেননের মন্তব্যকে হাতিয়ার করে সঙ্গে সঙ্গে ময়দানে নেমে পড়েছে শাসকদল। তৃণমূল সাংসদ সৌগত রায় পাল্টা ঠুকে বলেন, ‘উনি ঠিকই বলেছেন, তৃণমূলই ক্ষমতায় আসবে।’
কিছুদিন আগেও সৌরভ গাঙ্গুলি সম্পর্কে মেননের মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। সম্প্রতি সৌরভ ঘণ্টা দুয়েকের জন্য রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারপর দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রয়াত প্রাক্তন মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচনের সময় দেখা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তারপরই জল্পনা ছড়ায় সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে। তারপরই আচমকা হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। সেসময় সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য অভিযোগ করেন, সৌরভের উপর মানসিক চাপ তৈরি করা হয়েছিল, সেকারণেই এই ঘটনা। প্রতিক্রিয়ায় মেনন বলেন, সৌরভের উপর কোনও চাপ দেওয়া হয়নি। বিজেপির দরজা সবার জন্য খোলা, কেউ আসতে চাইলে স্বাগত জানাবে দল।