আজকাল ওয়েবডেস্কঃ যা বলার ইডি'কে বলেছেন।
এবার সংবাদ মাধ্যমের সামনে কার্যত মুখে কুলুপ অর্পিতার। এতদিন পর্যন্ত যখনই জোকা হাসপাতালে গিয়েছেন পার্থ চ্যাটার্জি-অর্পিতা মুখার্জি, প্রায় প্রতিবার বিস্ফোরক মন্তব্য করেছেন। কখনও পার্থ চ্যাটার্জি বলেছেন ষড়যন্ত্র, কখনও হাসপাতালে ঢোকার মুখে অর্পিতা মুখার্জি জানিয়েছেন তাঁর অবর্তমানে টাকা ঢোকানো হয়েছে তাঁরই ফ্ল্যাটে। উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকা কার? একে অপরের কোর্টে বল ঠেলছেন পার্থ-অর্পিতা।
তবে আজ প্রকার নিশ্চুপ অর্পিতা। ইডির হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজ। আদালতে তোলার আগেই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানেই সাংবাদিকদের উদ্দেশে অর্পিতা জানিয়েছেন, তাঁর আর বলার কিছু নেই। যা বলার বলেছেন ইডি'কে।
সূত্রের খবর, ইডি'র জেরায় প্রাক্তন মন্ত্রী তাঁর সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছেন। তথ্য প্রমাণের সঙ্গে তাঁর বয়ান মিলছে না বলেও জানা গিয়েছে। এদিকে ইডি হেফাজতে থেকে দিন কয়েকের মধ্যেই ৩ কেজি ওজন কমেছে পার্থ চ্যাটার্জির। তবে এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রীর গুরুতর কোনও শারীরিক অসুস্থতা নেই বলেই জানা গিয়েছে।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা