ED: পেরিয়ে গেছে ৫৮ দিন, পার্থ-অর্পিতাকে গ্রেপ্তারের পর সোমবার চার্জশিট পেশ ইডির

আজকাল ওয়েবডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার আদালতে চার্জশিট পেশ করতে চলেছে ইডি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, সোমবার ইডির বিশেষ আদালতে পেশ করা হবে চার্জশিট। জানা গিয়েছে, পার্থ-অর্পিতা ছাড়াও চার্জশিটে নাম থাকতে পারে বেশ কয়েকজনের।

আরও পড়ুন: কলকাতায় ডুরান্ড জয় স্পেশাল, বেঙ্গালুরু এফসি পরিবারকে ট্রফি উৎসর্গ সুনীলের

প্রসঙ্গত, গত ২২ জুলাই নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। সেদিন রাতেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি টাকা। পরে, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২৮ কোটি টাকা। যত দিন গড়িয়েছে, নতুন তথ্য এসেছে ইডির হাতে। ফ্ল্যাট, বাড়ি থেকে শুরু করে এলআইসি পলিসি সবকিছুই উদ্ধার করেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে দু’ জনকেই। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় বন্দি রয়েছেন প্রেসিডেন্সি জেলে। আলিপুর জেলে বন্দি রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।

আকর্ষণীয় খবর