আজকাল ওয়েবডেস্ক: আবহাওয়ার কোনও স্থিরতা নেই।
একদিন শীতের মাঝেও গরম, পরের দিন সকাল আবার মোড়া ঘন কুয়াশায়। বঙ্গে মাঘে শীতের কাঁপুনি দূর, দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। যদিও হাওয়া অফিসের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল দিনে দিনে চড়বে পারদ। আজ সকালের আবহাওয়া দেখে অনেকেই মনে করেছিলেন, তবে কি যেতে যেতে ফিরে এল শীত? খুব বেশি ঠান্ডা অনুভূত না হলেও শহর মোড়া ছিল ঘন কুয়াশায়।
তবে তাতে শীতপ্রেমীদের বিন্দুমাত্র খুশি হওয়ার নেই। কারণ হাওয়া অফিস বলছে, শীত দূরের কথা, উলটে কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়েছে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি হয়ে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।। শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ ২৬.৪ ডিগ্রি। শীতের আমেজ দিনে দিনে কমার আভাস পাওয়া গিয়েছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশিই। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের