আজকাল ওয়েবডেস্ক: জামিনের আবেদন খারিজ।
১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের। শুক্রবার ব্যাঙ্কশাল আদালত এই নির্দেশ দিয়েছে। আগামী ১৮ আগস্ট ফের তাঁদের আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন পার্থ। তদন্তে তাঁর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। গ্রেপ্তার করা হয়েছে অর্পিতাকেও। এতদিন ইডি হেফাজতে থাকলেও শুক্রবার হেফাজতের মেয়াদ শেষ হয় এবং দু’জনকেই আদালতে পেশ করা হয়। উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত পার্থ এবং অর্পিতার জেল হেফাজতের নির্দেশ দেয়।
অন্যদিকে পার্থকে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সেল–এ রাখার দাবি করেছেন তিনি। কুণালের কথায়, ‘পার্থকে সেল–এ রাখা হোক। জেলে সাধারণ একজন আবাসিক যেই সুবিধা পান পার্থকে যেন তার অতিরিক্ত কোনও সুবিধা না দেওয়া হয়। নিয়মের বাইরে যদি কোনওরকম সুবিধা দেওয়া হয় সেই খবর আমি পাব এবং প্রতিবাদ জানাব। আমি যখন জ্বলে–পুড়ে মরেছি তখন তিনি আমাকে পাগল বলেছিলেন। এবার জেলে ঢুকে দেখুক কেমন লাগে।’
আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকে মমতা, আলোচনা হতে পারে এই বিষয়গুলি নিয়ে
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা