আজকাল ওয়েবডেস্ক: নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবায় যোগ দিতে যাওয়ার জন্য নিউইয়র্ক বিমান বন্দর থেকে পাকিস্তানগামী বিমান ধরতে গিয়েছিলেন মার্কিন যুবক। তার আগেই বিমনবন্দরের পুলিস তাঁকে গ্রেপ্তার করে। আমেরিকার ম্যানহ্যাটেনের বাসিন্দা ২৯ বছরের জেসাস উইলফ্রেডো এনকারনেশন বৃহস্পতিবার রাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানগামী বিমান ধরার জন্য গিয়েছিলেন। কিন্তু তাঁর সন্দেহজনক গতিবিধি দেখে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা জেরা করতে শুরু করেন। তখনই একাধিক অসংলগ্ন কথার সঙ্গে জেসাস বলে ফেলেছিলেন তিনি জিহাদি। তারপরে আর তাঁকে বিমানে ওঠার অনুমতি দেননি নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। জেরায় তদন্তকারীদের জেসাস জানিয়েছেন, মুণ্ডচ্ছেদ কারই আমার একমাত্র লক্ষ্য। সেজন্যই জিহাদি হয়ে লস্কর–ই–তৈবায় যোগ দিতে চান তিনি।
শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে সরকারি আইনজীবী জানান জেসাসের একমাত্র উদ্দেশ্যই ছিল মুণ্ডচ্ছেদ করা সেকথা বারবার জেরায় স্বীকার করে নিয়েছেন। এমনকী এজলাসে দাঁড়িয়েও নিজেকে জিহাদি সৈনিক বলেই দাবি করেছেন তিনি।