আজকাল ওয়েবডেস্ক: আগামী রবিবার ৯৯ বছরে পা দেবেন তিনি। আমেরিকার প্রিয় গোল্ডেন গার্ল বেটি হোয়াইট সংবাদমাধ্যমকে জানালেন, এখনও দিব্যি তরতাজা বোধ করছেন। জীবন যাপনের মধ্যে রসবোধ থাকা চাই, বলছেন বেটি।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'ঈশ্বর আমায় সুস্বাস্থ্য দিয়েছেন, তাই বয়স ৯৯ হওয়া ৯৮ হওয়ার থেকে আলাদা কিছু নয়। ভক্তদের উদ্দেশে তাঁর বার্তা, নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবনার কোনও প্রয়োজন নেই। অন্যকে মিথ্যে বলা যায়, যেটা আমি পারিনি কিন্তু নিজেকে মিথ্যে বলা যায় না। জীবনের ইতিবাচক দিক নিয়ে তাঁর বক্তব্য, 'অন্য দিকটা (নেতিবাচক) পছন্দ করি না, ইতিবাচক দিকটাই বেশি মজার।'
পাঁচের দশক থেকে টেলিভিশনের জনপ্রিয় মুখ বেটি হোয়াইট। তবে ১৯৮৫ সালে শুরু হওয়া টেলি সিরিজ 'দ্য গোল্ডেন গার্লস' থেকে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। মার্কিন মুলুকের ঘরে ঘরে পৌঁছে গেছিলেন বেটি। এই টেলি সিরিজ চলে টানা সাত বছর। এরপরেও একের পর এক টেলিসিরিজে অভিনয় করেছেন বেটি।
ছবি সূত্র: টুইটার