আজকাল ওয়েবডেস্ক: অন্তঃসত্ত্বা ছিলেন।
অথচ টেরই পাননি ব্রিটেনের তরুণী। পেট ব্যথা নিয়ে শৌচালয়ে গিয়েই সন্তান প্রসব করলেন জেস ডেভিস। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওই তরুণী ‘নাইট আউটের’ পর আচমকাই পেট ব্যথা নিয়ে শৌচালয়ে যান। বুঝতে পারেননি যে তাঁর প্রসব যন্ত্রণা উঠেছে।
জানা গেছে ২০ বছরের ওই তরুণী ব্রিস্টলের ইতিহাস ও রাজনীতির পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী সে। সবচেয়ে আশ্চর্যের অন্তঃসত্ত্বার কোনও লক্ষণ ছিল না জেসের। এমনকি বেবি বাম্পও ছিল না। জেসের কথায়, তাঁর ঋতুস্রাব বরাবরই অনিয়মিত ছিল। তাই এই বিষয়টিতে খুব একটা নজর দেয়নি সে।
গত ১১ জুন তাঁর সন্তান হয়েছে। সন্তানের ওজন ৩ কেজি। মা ও সন্তান ভাল আছে। জেস বলেছেন, ‘আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এভাবে আমার স্বপ্ন পূরণ হবে।’
জেস বলেছেন, জুন মাসে আমার ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছিল। ভেবেছিলাম, এটা ঋতুস্রাবের যন্ত্রণা। কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল তা বুঝতে পারিনি। জন্মদিনের পার্টির পরেরদিনই যে জেস মা হবেন, তা হয়ত কল্পনাও তিনি করতে পারেননি।
আরও পড়ুন: শাপুরজি–পালনজি গ্রুপের প্রধান প্রয়াত
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Arpita Mukherjee: সংশোধনাগারে বিন্দাস মুডে অর্পিতা, করছেন আমিষ পদের আবদার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা