আজকাল ওয়েবডেস্ক: বেঁচে আছেন ভ্লাদিমির পুতিন? সুইজারল্যান্ডের দাভোসের সম্মেলনে বিস্ফোরক দাবি করে বসলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তাঁর মতে, মাঝে মাঝে যে ব্যক্তিকে দেখা যায়, তিনি আসলে পুতিন নাও হতে পারেন। ইউক্রেনের প্রেসিডেন্টের মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই পাল্টা দিয়েছে রাশিয়াও। প্রসঙ্গত দাভোসের সম্মেলনে ইউক্রেনীয় ব্রেকফাস্ট নামে একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জেলেনস্কি। সেখানেই পুতিন সংক্রান্ত বিস্ফোরক মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, ‘আজকে দাঁড়িয়ে বুঝতে পারি না, কার সঙ্গে কথা বলব। কী বিষয়েই বা আলোচনা করব। কারণ আমি জানি না রাশিয়ার প্রেসিডেন্ট, যাঁকে মাঝে মাঝে দেখা যায়, তিনি সত্যিই ভ্লাদিমির পুতিন কিনা। জানি না তিনি আদৌ বেঁচে আছেন কিনা, দেশের সিদ্ধান্ত আদৌ তিনিই নিচ্ছেন কিনা।’ এই মন্তব্যের পাল্টা দিয়েছে রাশিয়াও। তীব্র নিন্দা করে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘রাশিয়া ও প্রেসিডেন্ট পুতিন–দুই বিষয় নিয়েই অত্যন্ত উদ্বিগ্ন ইউক্রেন ও সেদেশের প্রেসিডেন্ট জেলেনস্কি। বোঝাই যাচ্ছে, ব্যক্তিগতভাবে জেলেনস্কি চান না রাশিয়া বা পুতিন কারোরই অস্তিত্ব থাকুক। তবে যত তাড়াতাড়ি তিনি মেনে নেবেন যে রাশিয়া আছে, সেটা জেলেনস্কির পক্ষেই ভাল হবে।’
আরও পড়ুন: নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের