Rishi Sunak Gets Fined:‌ সিটবেল্ট না পরায় এবার জরিমানা গুণতে হল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে

আজকাল ওয়েবডেস্ক:‌ গাড়িতে সিটবেল্ট না আটকানোয় এবার জরিমানা হল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের।

প্রসঙ্গত বৃহস্পতিবার গাড়ি চড়ে লন্ডন থেকে ল্যাঙ্কশায়ার যাচ্ছিলেন ঋষি সুনাক। ব্লেজার–টাই পরিহিত প্রধানমন্ত্রী গাড়িতে রয়েছেন সিটবেল্ট ছাড়াই। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। ইংল্যান্ডে এটা অপরাধ বলে গণ্য হয়। সর্বোচ্চ ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। আর সেটাই হল ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। জানা গিয়েছে, ১০০ পাউন্ড জরিমানা করা হয়েছে তাঁকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার টাকা। এই ঘটনার পর ক্ষমা চান প্রধানমন্ত্রী নিজেও। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, ‘‌প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তাঁর ভুল হয়েছে এবং ক্ষমাও চেয়েছেন। তবে চলন্ত গাড়িতে কিছুক্ষণের জন্যই তিনি সিটবেল্ট খুলেছিলেন। আপনারা যে ভিডিও দেখছেন, তা ওইটুকু সময়েরই।’‌ কিন্তু ক্ষমা চেয়েও মিলল না রেহাই। ল্যাঙ্কশায়ার পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ৪২ বছরের ব্যক্তিকে সিটবেল্ট না পরেই চলন্ত গাড়িতে দেখা গিয়েছে। সেই কারণে তাঁকে জরিমানা করা হয়েছে। আর সেই ব্যক্তিটি ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

আরও পড়ুন:‌ পুতিন বেঁচে আছেন?‌ সন্দেহ প্রকাশ জেলেনস্কির 

আকর্ষণীয় খবর