Denmark: ডেনমার্কের শপিংমলে বন্দুক হামলা, নিহত ৩

আজকাল ওয়েবডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুক হামলায় তিনজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার কোপেনহেগেনের ভিসিনিটি অব ফিল্ড’স শপিং সেন্টারে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করে দেশটির পুলিশ।

 

ডেনমার্কের পুলিশ জানিয়েছে, শপিংমলে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ২২ বছর বয়সি এক ডেনিশ নাগরিককে আটক করা হয়েছে।

কোপেনহেগেনের পুলিশ প্রধান সোয়েরেন থমাসেন বলেছেন, এখনও হামলার কারণ অস্পষ্ট। তবে এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে ধারণা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ডেনমার্ক নিষ্ঠুর হামলার শিকার হয়েছে। নিহতদের স্বজনদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান ডেনিশ প্রধানমন্ত্রী। 

আকর্ষণীয় খবর