Iran River: সরকারি উদাসীনতায় শুকিয়ে গেছে নদী! আন্দোলনে শামিল হাজার হাজার মানুষ  

আজকাল ওয়েবডেস্ক: ঐতিহাসিক ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের কথা মনে আছে নিশ্চয়ই। এবার তেমনই এক আন্দোলনে শামিল হলেন ইরানের হাজার হাজার মানুষ। ইরানের ইসফাহান প্রদেশের মানুষজনের সম্মিলিত প্রতিবাদের আওয়াজে মুখরিত হল আকাশ বাতাস। 
ইসফাহান প্রদেশে রয়েছে জায়ানদে রুদ নামক এক নদী। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারের গাফিলতি এবং উদাসীনতায় শুকিয়ে গেছে নদীটি। এতে সমস্যায় পড়েছেন ওই অঞ্চলের সাধারণ মানুষ। বিশেষ করে চাপে পড়েছেন কৃষকরা। সেচের জন্য জল পাচ্ছেন না তাঁরা, তাই ফসল ফলাতে পারছেন না। এই নদী বাঁচাও আন্দোলনের শুরুটাও কৃষকরাই করেছিলেন। 

আরও পড়ুন: বিদেশে ঘুরতে যেতে চান?‌ আপনার প্রিয় ডেস্টিনেশন হতে পারে ফুকেট ​ 


কৃষকদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ প্রতিবাদে শামিল হন। জানা গেছে, এর আগে এ নিয়ে প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি। গা করেনি প্রশাসন। এবার ব্যাপকতা নিয়েছে আন্দোলন। কাতারে কাতারে মানুষ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বার্তা দিলেন, ‘ইসফাহানের শ্বাস ফিরিয়ে দাও, আমাদের জায়ানদে রুদ ফিরিয়ে দাও।’ মুখেও একই স্লোগান দিতে থাকলেন ইরানীয়রা। আন্দোলন সর্বাত্মক হতেই টনক নড়েছে প্রশাসনের। স্বয়ং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিষয়টায় মাথা ঘামাচ্ছেন। জায়ানদে রুদ নদীকে কীভাবে বাঁচানো যায় তা নিয়ে পরিবেশবিদদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন প্রেসিডেন্ট।      
 

আকর্ষনীয় খবর