আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বয়স গণনা করতে নতুন বিল অনুমোদন করল সে দেশের সরকার।
নতুন বিলে দেশে জন্মানোর পর ৩৫ বছরের বয়সসীমা শেষ হবে। ১ বছর করে বয়স কমছে দেশের অধিকাংশ নাগরিকের। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে পাস হওয়া বিলটি চালু হলে বাতিল হয়ে যাবে দীর্ঘদিনের ব্যবহৃত 'কোরিয়ান এজ ক্যালকুলেশন' পদ্ধতি।আন্তর্জাতিক নিয়মে নবজাতক শিশুর বয়স শূন্য থেকে শুরু হয়, শিশুর পরবর্তী জন্মদিন এক বছর, পরবর্তী জন্মদিন দুই বছর ইত্যাদি। এই পদক্ষেপ আগামী জুন থেকে দেশে কার্যকর হতে যাচ্ছে। কিন্তু সরকার জানিয়েছে, কোরিয়ান বয়স গণনা পদ্ধতি বাতিল করলে প্রশাসনিক ও চিকিৎসা সেবায় বিভ্রান্তি সৃষ্টি হবে।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সংশোধনী পাস হওয়ায় আগামী জুন থেকে দেশের সব নাগরিকের বয়স ১ বা ২ বছর কমবে। নতুন পদক্ষেপ বয়স সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতা দূর করবে। চীন, জাপানসহ একাধিক দেশে গণনার এই পদ্ধতি চালু ছিল। এতে যে কোনো বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জন্মগ্রহণকারী সমস্ত শিশুকে এক বছর বয়সী হিসাবে বিবেচনা করা হয়। ক্যালেন্ডারের পাতা উল্টাতেই নতুন বছরের জানুয়ারির বয়স হয়ে যেত দু বছর। ১৯৮০ দশকে নতুন পদ্ধতিতে পরিবর্তন করেছিল উত্তর কোরিয়া। এবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বয়স গণনা পদ্ধতি চালু করতে সম্মত হয়েছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা।