আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার আয়রন লেডি আখ্যা পেলেন।
এই সম্মান দিয়েছে লন্ডনের বিখ্যাত দ্য ইকোনমিস্ট পত্রিকা।
সাপ্তাহিক পত্রিকায় বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী মহিলা দেশনেত্রী। তাঁর নেতৃত্বে দারিদ্র দূরীকরণের পাশাপাশি বেশিরভাগ সময় ৭ শতাংশ জিডিপি বৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে চারবার নির্বাচনে জয়ী করেছেন। যা ইন্দিরা গান্ধী ও মার্গারেট থ্যাচারের কৃতিত্বের চেয়েও বেশি বলে তুলে ধরেছে দ্য ইকোনমিস্ট। ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে প্রথম এই বিরল সম্মানে অভিহিত করা হয়।