James Webb: সেজে উঠছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, ১৮টি টুকরো জুড়ে তৈরি হচ্ছে দৈত্যাকার 'সোনার' আয়না

আজকাল ওয়েবডেস্ক: অতি সম্প্রতি লঞ্চ করা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

তবে লঞ্চ করা মানেই যে সে তার কাজ শুরু করে দিয়েছে এমন নয়। গতকাল অরিগ্যামির আকারের ভাঁজগুলো খোলা হয়েছিল, এবার তার আয়নাগুলোকে সাজানো হচ্ছে। এই কাজ সম্পূর্ণ হলেই মহাশূন্যের অতলে চোখ রাখতে পারবে টেলিস্কোপটি। 

আরও পড়ুন: ২০ বছর বাউল বেশে ঘুরে বেরিয়েছে এই সিরিয়াল কিলার, অবশেষে পুলিশের জালে​ 


১৮টি সোনার পাতে মোড়া আয়নাকে 'টিউনিং' করছেন বিজ্ঞানীরা, যাতে সব মিলিয়ে একটা প্রকাণ্ড আয়নার সৃষ্টি করা যায়। দুটি পর্যায়ে হবে এই কাজ। প্রথমে ১২৬টি অ্যাকচুয়েটর প্রাইমারি মিরর সেগমেন্টকে আকার দেবে। এরপর ৬টি অ্যাকচুয়েটর সেকেন্ডারি মিররগুলোকে ঠিক ঠিক অবস্থানে বসাবে। 
এদিকে প্রাইমারি এবং সেকেন্ডারি মিররগুলোকে তার আগের জায়গা থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাসার তরফে বলা হয়েছে, 'এই সরানোর প্রক্রিয়ায় ১০ দিন মতো লাগবে। এরপর বিজ্ঞানীরা সমস্ত আয়নাকে একটা দৈত্যাকার আয়না হিসেবে বানিয়ে তুলবেন। এই কাজে লাগবে তিন মাস। এই মুহূর্তে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে পৃথিবী থেকে ১৫ লক্ষ কিমি দূরে দ্বিতীয় ল্যাংগ্রাজ পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে। প্রস্তুতিপর্ব মিটে গেলে সাড়ে ১৩০০ কোটি বছর পুরনো মহাবিশ্বের রহস্য সন্ধানে নিয়োজিত হবে টেলিস্কোপটি।

আকর্ষণীয় খবর